মানবজীবন অস্থির
আজহারুল ইসলাম আল আজাদ
চরমে উঠে মেজাজ
গরমে চোখ লাল,
সরমে সব যায়না বলা
এমনি করোনা কাল।
সিজেনাল জ্বর ডেংগু জ্বর
মাথা ব্যাথা ও কাশি,
প্রতি বাড়িতে এখন অনেকের
নিত্য সংগের সাথী।
জ্বরের প্রকোপ বাড়ছে
জ্বরুয়া বকে আবাল তাবাল,
জ্বরে জ্বরে অনেকে
হয়েছে নিস্তেজ নাজেহাল।
যদিও হয় করোনা
লোক লজ্জার ভয়ে বলে না
গাঁও গ্রামের লোক
সরমে পরীক্ষাও করে না।
ডাক্তার খানায় খোয়ারে ডাক্তার
রোগী অনেক দুরে,
রোগের কথা না শুনেই
ঔষধ লিখে পাতা ভরে।
জ্বর নাকি করোনা
বোঝা বড় দায়,
চিকিৎসা বিহনে কারো
প্রানোপাখি উড়ে যায়।
গজবে গুজবে
মানবজীবন অস্থির
পথ দেখাও খোদা
পথ দেখাও মুক্তির।