আচ্ছা মশাই,
কাজের গোঁসাই
চলেন যাই মসজীদ পানে
ধুর তেরি ছাই,
সময় যে নাই
কথা হবে মোবাইল ফোনে!
এত কথা
ধরে না মাথা
পরেছি মাইনকা চিপায়
মোবাইলে বলা
বড়ই জালা
সহজ কথায় ভুতে কিলায়!
আচ্ছা মশাই
দই কোথা পাই,
বলতে পারলে একটু বলেন
ধুর তেরি ছাই
দই কোথা পাই
নাম্বার নিয়ে মোবাইল করেন!
মরেছি বাবা
জানি কিবা?
পরেছি মাইনকা চিপায়
নাম্বার নেয়া
সময় যাওয়া!
হাত নাইতো কোন লিখায়।
আচ্ছা দাদা
দিবেন পাতা
কি করবেন ভায়া খাতার পাতা
নাম্বার লিখে
রাখব বুকে,
এত কথা ধরে না মাথা
ধুর তেরি ছাই
বোঝলে না ভাই
মোবাইল ফোনে রেকর্ড করেন
কি জ্বালা
বলছে শালা
রেকর্ড রুমতো বন্ধ এখন,
তাতো নয়
কর নয় ছয়
রেরর্ড রুমতো হাতের ফোনে,
আরে বাবা,
জানি কিবা
শুধু কথা বলি কানে কানে।
আচ্ছা সাব,
করবেন মাপ!
জানতে চাই তত্বের কথা,
আরে বাপ
দেখ এ্যপস
তত্ব সকল আছে সেথা
এতো দেখি,
মহা ঝুকি
বুঝি না কোন বিষয়
যে আশা
যে ভাষা
না জেনে পরেছি মাইনকা চিপায়।