বিলের জলে হঁংস খেলে
শিকারের আশে ডুব মারে
পানকৌড়িরা দল দলে;
জলের তলে মাছ ধরে।
মাঘের শীতে বরফ জলে,
কেমনে খেলে আপন মনে?
এদের কেন শীত লাগে না?
কাঁপছে কেন মানব জনে।
কাঁথা কম্বল জামা জুতো
পরেও মানুষ তবুও বেহাল,
ফুলের গন্ধে ভোমর আসে;
হোকনা এটা মাঘের সকাল।
ধূম্র ধুসর কুয়াশা কূন্ডলী
আকাশ মাটি ছেয়ে ছেয়ে
পূব আকাশে উঠে রবি
হিম চাঁদরের ঢাকনা দিয়ে।
মাঘের শিতে বাঘ কাঁদে
শেয়াল কাঁদে বনে বনে,
ঘরের কোনে বুড়ো বুড়ি
আগুন তাপায় আপন মনে।
তবুও তো শীত কমে না,
শীতের জ্বালায় ছমছম গা,
শিরশিরে বাতাস হলে
কাঁপতে থাকে হাত আর পা।