পাগলটার পাগলামিতে
ছাগলটা ছাড়া পাইয়া,
রুপের হাটে লাউ দেখিয়া
সদাই করে আনাগোনা,
ছাগলের মন মানে না মন মানে না।

কি যাদু লাউয়ের ভীতর
বন্দুরে মারে কামড়
খেয়ে লয় লতা পাতা
ছাগলটার মন মানে না।

বুঝে তার মনের কষ্ট,
তারে কেন করছে নষ্ট?
লাউয়ের ডগায় সোহাগ যত
তারে দেয় অবিরত,
ছাগলটা এমন খেক,
লাউ খেয়ে লয় শত শত।

পাগলটার পাগলামিতে
ছাগলটা ছাড়া পাইয়া
রুপের হাটে লাউ দেখিয়া
সদাই করে আনাগোনা।