লোভী মুনি
আজহারুল ইসলাম আল আজাদ।

জলাশয়ের পাশ ঘেঁষে গ্রাম্য মেঠো পথে,
জঠাধারী এক মুনি চলছে লাঠি হাতে।
কপালে ইবাদত চিহ্ন,চিবুক ভর্তি দাড়ি,
আল্লাহ নাম জপে জপে নাম তসবিহ পড়ি।

চলতে দেখল মুনি জলাশয়ের পাশে,
বগাবগি খোঁজছে আহার গল্পে মিলেমিশে।
বগাবগির নিরবতা দেখে জিভে এল জল
পাখির মাংস মজার, ঠোঁট  রসে টলমল।

মুনির চাহনী দেখে বগি পেল টের,
চল বগা পালাই,আহার হয়েছে ঢের।
বগা বলে বগি উনি একজন মুনি
উনি হলেন গুনি উনি কী হতে পারেনন খুনি?

বগার কথায় বগি ভাবে মনে মনে,
লোভে মুনি টলে বাঁচব কি দুজনে।
বগা আহার খোঁজে মাথা নিচু করে,
ত্রিশুল হাতে মুনি চুপি পিচু ধরে।

সুযোগে লাঠি দিয়ে গুঁতো মারে জোরে
পাখনা ঝাপটায় বগাজীবন বাঁচাবার তরে।
বগা বলে বগী মরছি প্রাণ বাঁচানো দায়,
বগির চোখে অমানিশা একি হল হায়?

ডানা ঝাপটায় বগা হায়রে দুনিয়ার মুনি,
লোভের বশিভূত হয়ে তুমিও হলে খুনি।
বগি বগারে বলে কথা মানলিনা মোর,
সাধু মুনিরাও লোভী,সুযোগে সবাই ইতর।

মোবাইল:০১৭১৪৯১০২৫৯
কিশোরগঞ্জ, নীলফামারী।..