লোভাতুর চোখ
আজহারুল ইসলাম আল আজাদ
০৩/০৩/২০২১
লোভাতুর চোখ তুমি আকাশ দেখেছ শুননি মেঘমালার গর্জন
যেখানে কোটি নক্ষত্র খেলছে
লোভাতুর চোখ তুমি পাহাড় দেখেছ শুননি পাহাড়ের কান্না
জযে চোখে শুধু বন্যা চলছে।
লোভাতুর চোখ তুমি সমতল দেখেছ বুঝনি তার কত কত কত কষ্ট
হাজার পায়ে দলিত সে পিষ্ট্।
লোভাতুর চোখ তুমি সমুদ্র দেখেছ বুঝনি সমুদ্রের বেদনার শব্দ,
জল রাশি তার বুকে পাথর রুপে বিস্তৃত।
লোভাতুর চোখ লোভ সংবরন করনি, বিস্তৃত পৃথিবী দেখেছ জয় করতে চেয়েছ, সবটি যদি তোমার হত কিন্তু তুমি এটিও দেখেছ তোমার অবসরে দুনিয়া আঁধার।