"""কোথায় থাক দয়াময়"""
আজহারুল ইসলাম আল আজাদ

আকাশে খুঁজি পাতালে খুঁজি
খুঁজি  দিবা নিশি,
আমার জ্ঞান অবধি চোখে ;
দেখি রবি ও শশি।
"
দিনে রবির তাপ ও আলোয়
উজ্জ্বল কর ধরা,
কখনও শীত কখনও বৃষ্টি
কখনও বা খরা।
"
রাতে শশির হাসিতে ফোটে
নানান জাতের ফুল,
পুর্নিমায় সাগরে জোয়ার এলে
ভরে উঠে দুকুল।
"
আকাশ ভরা গ্রহ তারা
পৃথিবীতে প্রানীকূল
ফসলে ভরা পৃথিবীর ভুমি
তা ভোগে মশগুল।
"
প্রানীকূলের শ্রেষ্ট প্রানী
হল মানব জাতী,
এই মানবই ধর্মে দিক্ষিত
আছেন অধিপতি।
"
অধিপতির পতি তুমি
কোথায় লুকায় থাক?
মসজিদে মন্দিরে খুঁজে তোমায়
কেউ পাবে নাকো।
"
ডানে খুঁজি বামে খুঁজি
খুঁজি চারি ধার,
কি তোমার সুরত দয়াময়
কেমন আকার?