খানিক দুরুত্বে থেকো প্রিয়
করোনা কন্টক মাঝ পথে,
এগিয়ো না বিঁধবে প্রশাসে
আঘাত হানবে ফুঁসেফুঁসে।
'
তোমার থেকে আমি
আমার থেকে তুমি,
বিচ্ছিন্নতার মাঝেই
খুঁজি শান্তির ভুমি।
'
কোন মুহুর্তে  একসাথে
হাতে হাত রেখে গাইব গান,
পৃথিবী থেকে উঠে যাবে
কোয়ারান্টাইন ও লকডাউন।
'
মানুষে মানুষে হবে
কোলাকুলি হ্যান্ডসেক
তোমায় বুকে জড়িয়ে,
মিঠাব মনের আবেগ।
'
প্রদীপ জালিয়ে সারাটি রাত
হাতে রেখে হাত আসবে প্রভাত,
ভোরের শিশিরে পরবে আলো
থামবে করোনা উঠবে নতুন চাঁদ।