কর্মগুনে ফল
আজহারুল ইসলাম আল আজাদ
ভাঙ্গা হাড়ি জোড়া লাগেনি
কাইনছায় পরে আছে,
বাহ্ হাড়ির ভিতরে সর্প;
ফনা উঁচিয়ে নাচে।
কখন যে কে সর্পের শিকার?
কেমনে জানি হয়?
ইচ্ছে বা অনিচ্ছায় পা পরলে;
কার কি আছে দায়?
লোভ লালসা হিংসা বিদ্বেষ ভয়
কর্মগুনে ফল হয় নিশ্চয়।