কোকিল ছানা
মোঃ আজহারুল ইসলাম আল আজাদ
-------------------------------------------------------
কাকের বাসায় কোকিল ছানা
নাচে পেখম তুলে,
কুহুকুহু ডাকে কোকিল
কাকের ভাষা ভুলে।
কাক বলে সে আমার ছানা
ভাষা কেমনে ভিন্ন হল?
আমার কোলে জন্ম নিয়ে
ভিন্ন কথা কেমনে বল?
কোকিল ছানা ভাবে বসে
আচরন কেন ভিন্ন রকম,
আমি যদিও মায়ের মতন
ভিন্ন কেন আমার পেখম?
মায়ের ভাষা আমার ভাষা
একই ভাষা হওয়ার কথা,
তা কেন মোর ভিন্ন হল
কেবা আমার মাতা পিতা?
উভয়ের মাঝে সন্দেহ হয়,
সন্দেহ হয় চলা ফেরায়,
কাকের ঘরে কোকিল ছানা
কাকের সাথে কেমনে মানায়?
কোকিল ছানা বড়হলে
মায়ের সাথে স্বাক্ষাত মিলে
মা পাখিটা ডাকছে কুহু,
ছানা লুকায় মায়ের কোলে।
কোকিল ছানা বলছে মাকে
মাগো তোমার ভাষা,
আমার প্রানে মিটায় আশা
সকল ভাষার চাইতে খাষা।
মা পাখিটা বলছে হেসে
জন্ম হোক কোন ঘরে,
সন্তান যে নারী ছেরা ধন
বাবা -মাকে কি ভুলতে পারে?