কহিও না
আজহারুল ইসলাম আল আজাদ
২৫.১২.২০২১খ্রিঃ
আর কহিও না তারে
সব কথা কহিলে ফাঁস হইতে পারে,
চাঁদের ও কলংক আছে
জানে সর্বজনে ,
তোমার আমার গোপনিয়তা
মিটুক সন্ধিক্ষণে।
তারপরে কহিও মাইকিং করে।
যে সখ্যতা তৈরি হয়,
স্রষ্টার একান্ত কৃপায়
সে সখ্যতা ভাংতে পারে তৃতীয়জনে
জেনে রেখ নিশ্চয়,
বেঁচে থাকাটাই ভয়,
জানুক সবাই দেখুক সবি ঘটনার পরে।