বাক্স নামের কারাগারে,
অনাদরে শব্দগুলো,
বন্দী থেকে থেকে অনাহারে
নাজেহাল,
,
অস্তি মজ্জাহীন অচল,
বর্ণ থেকে বর্ণের ফারাক অসম
কালিতে কালিতে বেমানান;
তবুও কবিতা গল্প প্রবন্ধতো!
,
এদের স্রস্টা  অর্থাভাবে
দিনের পর দিন
বিরামহীন গাথুনী গেথে
ছন্দানন্দে মেতে।
,
মনের উল্লাসে একদিন বিরস
বদনে আখি জলে বুক ভাসায়ে
হাই ফেলে বলে কিছু হল নাতো।
,
হঠাৎ বিষন্নতায়
কারাগারের দরজা খোললে
দেখা যায় তেলা পোকা
বাসা বেঁধেছে।