কবিতা স্বর্গ মর্তের কথা বলে,
ভাব ভালবাসার কথা বলে,
ছন্দ ও সুর বাজে হৃদয় মাঝে
আকাশ ঢাকা মেঘের অনুরাগে।
কবিতা সাগর-নদীর কান্না বোঝে,
মরুর বুকে শান্তির নিবাস খোঁজে।
পাখির কলতান ফুলের ঘ্রাণ,
রংধনুর সাত রংগে ছবি আঁকে,
প্রজাপতির ডানায় বসে,
পৃথিবীর মায়ার ভাঁজে ভাঁজে,
সরল রেখায় চলে এঁকে বেঁকে।
কবিতা হাজার বছরের মানব
মনের সহস্র কোটি কথা বলে।