বন্দী থাকা একা ঘরে
দেহ নাচে খাটের পরে,
ব্যথায় ব্যথায় অঙ্গ জ্বলে
বাইরে দিয়েছে তালা মেরে।
একলা ঘরে ঘোরা ফেরা
একলা ঘরে খাওয়া দাওয়া
আপন জনে পর হয়েছে
বন্ধ আজ সকল চাওয়া।
করোনায় কেউ কারো নয়,
মৃত্যু হল আপন সাথী
মুছে গেছে মানবিকতা
মৃত্যুকে সঙ্গী করে কাটায় রাতি।
চৌদ্দ দিনের কোয়ারান্টাইনে
করোনার সাথে যুদ্ধ করে
বাঁচার চেষ্টা হর হামেশা
তবু মরার আগে গেছে মরে।
নাই ডাক্তার নাই চিকিৎসা
দেহ মাঝে শুধু যাতনা,
কেউ আসে না কেউ দেখেনা
গ্রাস করেছে উম্মাদ করোনা।
অদৃশ্য এক মহামারীতে
গোটা বিশ্ব আজ লক ডাউন,
যারে ছুঁয়েছে যে বুঝতেছে
কাকে বলে কোয়ারান্টাইন।
২১/০৪/২০২০
গাড়াগ্রাম
কিশোরগঞ্জ, নীলফামারী।