খরা,
আজহারুল ইসলাম আল আজাদ
সূর্য মিয়ার উম্মুক্ত মুখে
পড়ছে না মেঘ বালিকার শাড়ীর আঁচল। নিলাম্বরীর নিলাচলে,
বাতাসির অভিমানে মেঘ বালিকা হতবিহব্বল।
আসছে না নাচছেনা,
শ্রাবনীর চোখে নেই কোন বর্ষণ জল।
আদম পুড়ছে উম্মুক্ত উত্তাপে
এমনিতো গা জ্বলছে বিশ্বব্যাপী জ্বড়ের প্রকোপ। এটি চতুর্থ ধাপ করোনা
তাতেই আজ এল ঘোষনা
অঞ্চল ভিত্তিক লোডশেডিং।
হবে অফিসে অফিসে ভার্চুয়াল মিটিং।
যে খেলা খেলত দামালেরা কলার গাছের ভেলায়,
দামালেরা মেতেছে গায়ের হুদমা হুদমি খেলায়।