অতীত আলী থলে হাতে হেঁটে যায় হাটে,
পাঁচ কুড়ি পাঁচ টাকা গুনে নিয়ে সাথে।
চাল কিনে ডাল কিনে , কিনে সে সোয়াবিন,
মাছ মাংস কিনে ,অারো কিনে কেরোসিন।
পাঁচকুড়ি পাচঁ টাকায় সবটুকু সওদা কিনি,
আসার বেলা চা খেয়ে কিনে চাপাতা চিনি।
হঠাৎ তার মনে হয় কিনে নাই সে গুয়া পান,
দিতে হবে মসজিদের এ মাসের কালেকশন!
সব কিছু কেনার পরে বেঁচে গেল কুড়ি পাই,
কেমনি বইবে থলে , থলে তার বোঝাই।
অতি বেশী রাত হলে যদি বউ বেজার হয়,
রান্নাতো শিকেয় উঠবে মনে তার এই ভয়।
দম সম নিয়ে নিয়ে ফিরে সে বাড়ীতে,
বউ তার বসে আছে পানি দিয়ে হাড়িতে।
এবারে বউ তার ঢেলে ফেলে থলেটা,
সব কিছু দেখে বউয়ের খুশি হয় মনটা।
এই ছিল,
অতীত আলীর অতীত হাটের ফরমান,
এবারে শুনে যান হাটের খবর বর্তমান।
চলতি মিয়া বারশত টাকা নিয়ে যায় হাটে,
মাছ মাংস তেল কিনে আর টাকা না আটে।
অনেক কাল ধরে সে খায়নি তো মাংস
না খেয়ে শরীর তার হয়ে গেছে ধ্বংস।
এক কেজি মাংস সমান দুই মন ধান,
কি দিয়ে কিনবে সে গুয়া আর পান।
পিঁয়াজের দাম শুনে খারাপ হয় মাথাটা,
ভেজাল খেয়ে খেয়ে বাড়ে হার্টের ব্যথাটা।
খরচের থলে দেখে মন খারাপ বউটার,
নতুন জামা না পেয়ে মন খারাপ বাউটার।