খাবার ও জীবন
আজহারুল ইসলাম আল আজাদ

শৈশবে খাবার খেয়েছি কম
পেট খারাপের ভয়ে,
দিন কেটেছে খেলা ধুলায়
রাত কেটেছে শুয়ে।

কৈশোরে কম খেয়েছি যেন
ঘুম আসে না চোখে,
লেখাপড়া শিখতে হত
রাত জেগে জেগে।

যৌবনে পরানের গহীনে
উতাল প্রেমের ঢেউ,
খাবার কথা ভুলে তখন
খোঁজেছিলাম বউ।

পরের বাড়ীর কেউ
এসে হল বউ,
তার গর্ভ থেকে জন্মিল
বেশ কয়টি ছাও।

কি পাই আর কি খাই
তাদের খাওয়ানো চাই,
অবশিষ্ট যা থাকে তা
ভাগ করে খাই।


প্রৌঢ়ে এসে আজ
রোগে শোকে একাকার,
ডায়াবেটিস রোগে বাতুল
হল ভাত নামের খাবার।

খাবারেও শান্তি কভু
মিলল না জীবনে,
বাঁচার লড়াই করছে
মানুষ বিশ্বভবনে।