যুগের পরে যুগ এসেছে
যুগের নাইতো শেষ,
লোকের পরে লোক এসেছে
পেয়েছে নানান বেশ।
কেউ হয়েছে পীর -আউলিয়া
কেউ হয়েছে নবী,
কেউ হয়েছে বাদশা -ফকির
কেউ হয়েছে কবি।
কেউ হয়েছে চাকর -বাকর
কেউ হয়েছে ধনী,
কেউ হয়েছে আয়া -বাদীনি
কেউ হয়েছে রানী।
কেউ হয়েছে জেলে -মজুর
কেউ হয়েছে তাতি,
কেউ হয়েছে ডোম-চন্ডাল
কেউ হয়েছে মুচি।
কেউ হয়েছে জর্জ -ব্যরিস্টার
কেউ হয়েছে ঋষি,
কেউ হয়েছে মহান- মহত
কেউ হয়েছে চাষী।
সাধের ধরায় কে করিল
এমন কারু কাজ,
ভক্ত জনে আপন মনে তারে
খুঁজে সকাল সাঁঝ।