করোনা রোধে সচেতন হই
আজহারুল ইসলাম আল আজাদ

উহানে জন্মিল করোনা ভাইরাস
সারা বিশ্বে এখন তার বসবাস।

প্রবেশ করে সে মানবের দেহে
বের হয়ে যায় সে জান কেরে নিয়ে।

শহস্র  লোক মরছে দিনে দিনে,
মরছে যারা তারা চিকিৎসা বিহণে।

করোন ধরা পড়েছে যাদের শরীরে
অন্যেরে ধরার ভয় তাদের ছুইলে।

ডাক্তারগন ভয়ে ভয়ে করেন চিকিৎসা,
কখন জানি তাদের ধরে মনে হতাশা।

রাজা প্রজা সবার আজ একই অবস্থা
সচেতন থাকতে হবে আল্লাহ ভরসা।

ঘন ঘন সাবান দিয়ে ধুতে হবে হাত,
হ্যান্ড সেক করা যাবে না কারও সাথ

থুথু ফেলা যাবেনা যেখানে সেখানে
হাত দেয়া যাবেনা শরীরের কোনখানে।

হাতে গোলব মুখে মাক্স করি ব্যবহার
সঠিক দুরুত্ব বজায় রেখে চলি বার বার।

আসুন সকলে  সরকারী আইন মেনে চলি,
ঘড়ে থাকি সুস্থ মনে প্রানে আল্লাহ নাম বলি।