করোনা সমাচার
আজহারুল ইসলাম আল আজাদ
(১)
নিত্য নতুন খবর আসে টিভির পর্দায় ভেসে,
লাশের মিছিল দেখতে হচ্ছে প্রতি দেশে দেশে
বৃদ্ধ বয়সে করোনা হওয়ায় বউ গেছে ছেরে
দেখার মত কেউ ছিল না মরে রয়েছে ঘরে।
পশ্চিমা দেশের ঘরে ঘরে গলিত লাশের গন্ধ,
থেমে গেছে গোটা বিশ্বে রাজনীতির দ্বন্দ্ব।
কে কার দোষ দেবে নেই তো কোন উপায়
ভয়ে এখন বাঘে মহিষে এক ঘাটে জল খায়।
বিশ্ব ল্যাবে বিজ্ঞানীরা আজ গবেষনায় ব্যস্ত,
বহুরূপী করোনাকে পারছেনা করতে পরাস্ত
মা পারেনা মরারকালে শিশুর পাশে থাকতে,
শিশু পারেনা মায়ের গলা জরিয়ে ধরে কাঁদতে
আদর স্নেহ মায়া মমতা করোনা নিছে কেরে
সম্পর্কের জাল ছিন্ন করতে আসছে সে তেরে।
সারা বিশ্ব করোনার ভয়ে কাঁপছে থরো থরো,
করোনার মত অনেক বিপদ এসেছিল আরো
ভয় কেন?জয় করে বেঁচে আছে মানবজাতী,
বিপদমুক্ত হলে গড়বে আবার মানুষের বসতি।

খোদার ইশারায়
(২)
সচেতন হয়ে হাত ধুয়ে যদি নিয়ম মেনে চলি
অশান্ত ধরা শান্ত হলে ফুটবে ফুলের কলি।
যক্ষা প্লেগ কলেরা ডায়রিয়া কত মহামারী
খোদার ইশারায় এসে পালায়ও তারাতারি,
এ সবে মরণ ভয়ের মরণ নয় ওগো বিশ্ববাসী
জীবণের মালিক জীবণ নিলে হতে হব খুশি।