কারে বলি দুরে থাকো
এসোনা আমার দ্বারে,
কারে বলি ছুঁইও না
আমি যে নিজেই ভিড়ে।
কারে বলি ঘরে থাকো
যেও না বাহির পথে,
কারে বলি আইন মানো
সম্পর্ক যে পেটের সাথে।
কারে বলি যেও না হাটে
কে শুনে আমার কথা?
আমারও যে যেতে হবে,
আমরাই ক্রেতা বিক্রেেতা।
পেট আছে বলেই আজ
মোদের এত ছুটোছুটি,
দুরুত্ব বজায় না মানায়
করোনা চিপে ধরছে টুটি।