দেশজুড়ে কাঁপছে মানুষ,
কাঁপছে পাখি কাঁপছে পশু,
রেল লাইলের ধারে ধারে;
কাঁপছে শীতে অনাথ শিশু।
মাথার পরে খোলা আকাশ
উদাল গায়ে তারা গুনে,
প্লাটফর্ম সাধের বিছানা
কাঁপছে শীতে কপাল গুনে।
লেপ কাঁথা কম্বল গায়ে,
সুখিরা থাকে মহাসুখে,
একটি কম্বল পাবার লাগি
অনাহতের আশা বুকে।
একটি কম্বল পাবার আশে
নেতার বাড়ী যায় ছুটে,
বড়রা সব পেয়ে গেল,
অনাথ বসে মাথা কুটে।
সারা দেশে কোটি কম্বল
দান করে অনেক নেতা,
পরিচয়হীন শিশুর কপালে
জুটেনি একটা ছেড়া কাঁথা।
অনাথেরা যে ফসল হোক
পৃথিবীর একটি অংশ,
অন্ন বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসা
তারাও পাক নাইবা তাদের বংশ।