মনের কষ্ট কালিমা
আজহারুল আল আজাদ
বোধহীন মস্তিষ্ক ,অনুর্বর আত্মা
ভাগ্যাকাশে মেঘের ঘনঘটা,ঝড়ের আভাস,
অচেনা দেবী নৃত্য করে, নির্বোধের সাথে,
হরণ করে ভাললাগার অস্তি, গুমরে কাঁদে
গোমটা মেঘ,দুমরে মুছরে পাঁজর চৌচির,
একথা কী বলা যায়, রাগবে যে শ্যামলিমা।
ক্ষণিক স্থির, বাকহীন, পবিত্রতা লুকায় ঘাষের ডগায়, ফুটে ঘাষ ফুল, আমাবশ্যা কেটে,
আসে একফালি চাঁদ, ক্ষীন আলো একদিন হয়ে উঠে যৌবনা, বোধহীন মস্তিস্ক জেগে উঠে
আত্মা হয়ে উঠে উর্বর, ঝড় থেমে যায়
কিন্তু মন থেকে মুছে যায় না লেপিত কষ্ট কালিমা।