কবিতারা স্বপ্নিল বর্ণিল
আজহারুল ইসলাম আল আজাদ
          
আজ কেন কবি মনে
কবিতা না আসে?
কবিতারা লুকোচুরি খেলে
আড়ালে হাসে।

এই আসে এই যায়
বিজলীর আকার,
কবিতারা রুপ নেয়
হাজারে হাজার।

বহুরুপী রুপে বর্ণগুলো
বিবেক মাঠে খেলে,
সুসজ্জিত একটি পর্ব
মানষ পটে এলে,

ছন্দ মাত্রা অনুপ্রাস
বাক্যের অন্তমিল,
প্রণয়ে স্বপ্নগুলো হয়
স্বপ্নীল বর্ণিল।