জন্ম স্বাধীন দেশে
মোঃ আজহারুল ইসলাম আল আজাদ
ধন্য আমি স্বাধীন দেশে জন্মেছি বলে,
আমি স্বাধীন স্বাধীন আমার জন্মভূমি
স্বাধীনতা ছিনিয়ে এনেছ তোমরা যারা
তোমাদের আমি স্মরনকরি চরণচুমি।
দেখিনি যুদ্ধ শুনেছি মায়ের মুখে
ইতিহাস পড়ে আজও অশ্রু আসে চোখে,
ফিরেনি আজও মায়ের মানিক রতন
মা পথে পথে খোঁজে ভুগে রোগে শোকে।
আজও শুনি বদ্ধভুমিতে যোদ্বার কান্না
দেখি পাগলী মায়ের বুক ভরা হাহাকার,
এখনও বাংলায় আগুন জ্বালায় আল-বদর
দল পাকায় স্বাধীনতা বিরোধী রাজাকার।
জন্মেই দেখি বাংলার আকাশে স্বাধীন সূর্য আলো বিলিয়ে চলে বাংলার বুকে,
সেই আলো নিভে গেল ৭৫ এর আগষ্ট মাসে
স্বজাতীয় ভাই মিরজাফরদের ফুঁৎকারে।
আঁধার নেমে এল বাংগালীর ঘরে ঘরে
বদল হল ইতিহাস বাংলার মসনদে রাজাকার,
শাসনে শোষনে কেটে গেল ২৩টি বছর
ধর্মান্ধতায় ছেয়ে গেল দেশ ও রাজ দরবার।