নিশেধ কর যদি ভালবাসিতে
তবে কেন নিত্য আসিতে ?
মোর মন বনে বেনু বাজাতে
উতালা মনের মন্দির সাজাতে।
দক্ষিনা হাওয়ায় মৃদু পায়ে এলে
এলোমেলো কেশ উড়ায়ে উড়ায়ে
জড়ালে মন ভোলায়ে ভোলায়ে।
আশার বানী শোনাতে এসেছিলে
ঝড়ের বেগে এসে বলেছিলে
কিছুকাল কাটাতে মিলণ ঘটাতে,
আসিবে এক নতুন অতিথি
দেখা হবে কেটে যাবে রজণী,
পরন্ত নিশিতে আসিবে হাসাতে।
হাসিতে তোমার মুক্তা ঝড়েছিল
মোর চোখে বাণ ডেকেছিল
একবুক জল সাগরে মিশেছিল
তোমার আশায় কাটাই কাঁদায়ে কাঁদায়ে।
যদি নিষেধ কর ভালবাসিতে
তবে কেন নিত্য আসিতে।