শৈশব কৈশর শেষে তোমার দেখা পেয়ে
ভেবেছিনু মনে,
প্রতি বসন্ত কেটে যাবে একই হালেতে
জীবনের ক্ষণে।
জীবন চলে না সরল রেখায়, জীবনের
পথ আকা বাকা,
জানিনে জীবন হবে যে এমন অন্ধকারাচ্ছন্ন
কালিমায় ঢাকা।
শীতের কুয়াশাচ্ছন্নে বীজতলায় যেমন
বীজ গাছগুলো হয় সাদা,
যৌবন পেরিয়ে তেমনি মানবের অসহায়
শরীরে লেগে যায় কাঁদা।
মানব জীবন বহতা নদীর মত যেমন বুকে
কোথাও চর ও জলধারা
চৈত্রের বায়ে কাটা লাউয়ের ডাটার মত
শুকনো করকরা।
কৃষক তার ক্ষেতের আবাদী ধান ঘরে তুলে
ক্ষেতে রাখে নাড়া,
যৌবন বিনে মানব হৃদয় খানা তেমনি হয়
শুধুই ছ্যারাব্যারা।
শৈশব কৈশর যৌবন বৃদ্ধ এক শরীরে ও
এক আত্মায় আসে,
শুধু যৌবনটুকু আনন্দ ফুর্তির সময় বৃদ্ধের
পিছে মুত্যু আসে হেসে।