যে কথা শুনতে চাইনি
আজহারুল ইসলাম আল আজাদ
যে কথা শুনতে চাইনি সে কথাই কানে বাজে,
মরছি মরমে সরমে,লুকায়েছি ঘরে লাজে।
যে কথা সহ্য হয়না হৃদয় মাঝে দেয় হানা,
সে কথা কেন যে বল?বার বার করেছি মানা।
যে কথায় বিশ্বাস ভেঙ্গে অবিশ্বাসের পাহাড় গড়ে,
সে কথা কেন বাজাও কানে, কান যে গেছে মরে।
মিথ্যা হোক আর সত্যই হোক চাই না শুনবার
কানতো আর যায়না বাঁধা তাই বাজে বার
যার কথা সে তো চুপ,তুই বলে কেন হবি দোষী?
তোমারে বুঝিতে আমার কেটে যায় নির্ঘুমে নিশি।