আমি গেয়ে যেতে চাই জীবনের গান
যে গানে সমাজ পাবে ফুলের ঘ্রান।
আমি গেয়ে যেতে চাই চেতনার গান
যেমন নদীর বুকে স্রোতের কলতান।
গেয়ে যেতে চাই উদার হওয়ার গান
ছোট বড় ভেদাভেদ ভুলে সবাই সমান।
গানে গানে করি অন্যায়ের প্রতিবাদ
এসো করি সবাই ক্যাসিনোকে পদাঘাত।
আমি ন্যয়ের প্রদীপ শিখা জ্বালাতে চাই
জুয়ার আসর যে শিখায় পুড়ে হবে ছাই,
সে শিখার আগুনে পুড়বে মদের আসর
সমাজ পাবে ফিরে এক আলোকিত ভোর।
আমি গেয়ে যেতে চাই সমাজের গান
গাজার গন্ধে পালিয়েছে যার প্রিয়জন
গাজার আগুনে ঝলসানে বিপন্ম জীবন
জানাতে চাই সুপথে আসার আহব্বান।
বাল্য বিবাহ বন্ধে এসো শপথ করি
উন্নত সমাজ আর সুস্থ জীবন গড়ি।
সমাজ ও জীবনের গান আমি গাইবই
ন্যায়ের জ্বলন্ত শিখা নিয়ে নাচবই।