জীবন যাত্রা,
আজহারুল ইসলাম আল আজাদ
জীবনটাকে বাঁচাতে কত কষ্ট,
কত যত্ন করতে মত্ত,
বিশুদ্ধ প্রভাতের হাওয়ায়
আবেগময় জীবন রত্ন।
উদিত সূর্য্যের আলোর মত,
অনুপ্রেরণাগুলো নাচে,
রাতের অন্ধকারে জীবনকে
থামাতে বিছানাটা হাসে।
এক একটি পদযাত্রা আসে
ভাগ্যের কাছাকাছি,
জীবন বাঁচে হৃদয় শুদ্ধ হয়
যখন আত্মাকে ভালোবাসি।
আবেগ প্রবাহিত, গভীর প্রশস্ত
জীবন একটি নদী,
যত্নশীল হাতের ছোঁয়ায়
চলে নিরবধি
কোমল মুহুর্তগুলিতে, মেলে
প্রজাপতির ডানা,
জীবন বাউন্ডেলে নয়,জানতে
হয় অজানা থেকে জানা।
শান্ত ভোরে কানে বাঁজে,
হৃদয়গ্রাহী ফিসফিস,
অন্ধকার পেরিয়ে আসে ভবিষ্যত
তৈরি হয় জীবন লিষ্ট।
অনন্ত প্রেমের আলো,
যখন নিভু নিভু,
মুছে যায় জীবন প্রভাত
ফিরবে না কভু।
শেষ মূহুর্তে মনে পড়ে
কেন এত চাপ?
আঁধারে ঢাকে উজ্জল পথ,
হিসেবে নাইতো লাভ।
আজহারুল ইসলাম আল আজাদ
মোবাইল :০১৭১৪৯১০২৫৯
কিশোরগঞ্জ, নীলফামারী।