জীবন স্মৃতি
জীবনের কিছু পুরনো স্মৃতি
সহসা উঠে ভেসে;
উতাল পাতাল আনন্দের সুর
বেদনায় গেছে ফেঁসে।
আনন্দে আনন্দে চলে নির্ভয়ে,
এভাবেই কাটবে জীবন ;
বদলে গেল রং খেয়ে গেল ঢং
কেউ নেই আপন।
আমিত্ব তো মাটি পিঞ্জিরাও মাটি
করে অনেক যতন,
লাভ নেই লাভ নেই সময় ফুরালে
হয় অন্য মতন।
দেখে খরা রোদ অনাবৃষ্টি বান
গড়ে সমাজ সংসার;
পেয়ে শান্তি কাটে ক্লান্তি অমর জীবন
হঠাৎ হলো সংহার।