জীবন নদীর মত গতিহারা
কখনও বক্রতা কখনও দিশেহারা
ছুটে চলে সূদুর পানে স্রোতধারা
বাঁশের বাঁধ, মাটির বাঁধ কোন প্রান্তে
পারেনি তারে আটকিয়ে থামাতে;
শুধু ছুটে থামেনা জীবনের চাকা।
টগবগে আছরে পড়ে রক্তজল
যৌবণ নদীতে ভরা বর্ষার বর্ষণে
ছুটে চলে গৌরবে ছলাৎছল।
নদী তব বিশাল, নহে খাল,
খালে বন্দী জল জন্মে শৈবাল;
.বাঁধে বাসা জলজ পোকা!