জীবন যেখানে যেমন
আজহারুল আল আজাদ

আমি দিনদিন আমার নিকট হচ্ছি অপরিচিত
জীবন যেখানে যেমন বয়ে চলে অবিরত,
শিশু,কিশোর, তরুণ,যুবা, বৃদ্ধ নয় এক মত
দিন, পক্ষ, মাস, বছর চলে গেছে কত শত।

বদলে গেছি কালে বদলেনি চন্দ্র,সূর্য,পৃথিবী
মসৃন মুখে কেমনে গজালো গোঁফ,দাড়ি,চুল,
যে রূপে জন্মেছি সে রূপ কোথা হারায়েছি আমি,
আমার বাগে অপরিচিতা ফুটাল রঙিন ফুল।

মাটির ভিতর একদিন হবে চিরদিনের ঘর,
নিজেরে চিনিনা আমি জানিনা আপন পর।