হোক মানবতার জয়
আজহারুল ইসলাম আল আজাদ
মুহুর্মুহু গুলির শব্দ
লবনাক্ত সাগরে রক্তখন্ড,
ইমারত ধ্বসে মানব শিরচ্ছেদ
গড়াগড়ি বিবেক মুন্ড।
ফিলিস্তিনের নস্যাত ভবিষ্যৎ
আঁধারে ঢাকছে প্রজন্ম প্রভাত,
হাজার হাজার লাশ
ঠোঁকরায় দাড় কাক,
বুদ্ধিজীবীরা অন্ধচিন্তক
বন্ধ বিবেক বাহুল্য হাকডাক।
স্নায়ুকোষে হিংসাত্বক
টগবগে খুন নাচে
চলে বর্ণবাদের চাষ,
যুদ্ধ যুদ্ধ খেলা আরশের নিচে
বিবেক ভুলিছে দিন রাত।
কে শোনে কার আহাজারি?
কখন জাগবে বিবেক,
ঘটবে সুবুদ্ধি, মুছে যাবে হিংসা
থাকবে না আবেগ উদ্বেগ
ব্যবহার হবেনা,
গোলা বারুদ অস্ত্র
হরণ করবে না
দ্রুপদীর বস্ত্র।
অসীমান্তে সীমানার দ্বন্দ্বে,
বন্ধ হোক জীবনের ক্ষয়,
ফিরে আসুক শান্তি,
বিশ্বময় হোক মানবতার জয়।