হিমুবুড়ি
আজহারুল ইসলাম আল আজাদ।

কুয়াশায় ঢাকা ধরনী আজ
     আমি ঢাকা কাপড়ে,
      তবুও ঠান্ডা ভীতরে
কাপড়ের চাপে মরি ফাপরে।

গরীবের  দৈন্য দশা আহারে
      বলি আমি কাহারে,
      সব প্রাণী বন্ধি আজ
কুয়াশা নামক হিমুবুড়ি পাহাড়ে।