-------------------------------------------------
হে স্বার্থ তোমাকে পুরাতে কার যে কত কষ্ট?
ধরণীর বুকে অনেকে ধন্য আর অনেকে নষ্ট।
তোমাকে নাপেয়ে বিবর্ণ অনেকে পশ্চাদগত;
অনেকে হয়েছে হত দরিদ্র অনেকে ফকির
অনেকে আমির অনেকে হয়েছে মহাবীর।
অনেকে সেজেছে মিথ্যাবাদী,অনেকে সত্যবাদী
অনেকে সাজে আউলিয়া অনেকে দেউলিয়া
অনেকে পুরোহিত স্বার্থ তুমি কারও অনিশ্চিত
কাকেও দাও অককলললকনেক কাকেও দাও কিঞ্চিৎ?
সবি পাার তুমি কারো কাছে অনন্য ঘৃনিত।

তুমি বিষাক্ত কখনও  হও সুসাধু মিষ্টি মধু
ঝাল টক লালার লালস্য যেন যাদু।
তুমি  বানাও চোর যে মানেনা সে সাধু।
মায়া, মমতা, হাসি,কান্ন  বিরহ ব্যথা।
তোমার সাথে সবার সংগতি তুমি প্রেতাত্ম।
সবলের উন্নতিতে তুমি  দুর্বলের অবনতি।
অবোধের বোধের করতে পার ক্ষতি্

তুমি আলে হীন  ,এক আঁধারের প্রবৃত্তি,
কামনার বস্তু তুমি ববিধ বৈচিত্রে চিত্রায়িত দুষ্ট।