হাসির হাটে যাবি
আজহারুল ইসলাম আল আজাদ
হাসির হাটে যেতে চাই কেউ যাবি
স্বপ্ন গুলোকে পুরো করতে পাবি।
দুঃখগুলোকে কোথাও রেখে আয়
বেদনার আয়োজন মুছরে খাবি
আয় দেরি নেই হাসির হাটে আয়।
শত যন্ত্রনা বুকের কোনায় কোনায়
জ্বালাতন করবে যা চোখের কোনায়
সেখানে হয়ত অনেক সুখ পাবি।
চোখের জল চোখের কোনায় শুকাবি
নিজে হাসবি না কাঁদবি আয় ছুটে আয়
হাসবি মজা পাবি কাঁদবি দুঃখ পাবি।
বেদনার তাল তলিয়ে রেখে আয়
হাসির হাটে যেতে চাই কেউ যাবি
দুঃখের হাটে দুঃখ লয়ে কাঁদতে মানা
দুঃখ হাসির হাটের নেই ঠিক ঠিকানা
এ ভুবনে নারী পুরুষ সকলই কানা।