হাসি-কান্না
আজহারুল ইসলাম আল আজাদ
কান্না বেচার হাটে
কান্না দিলাম বেচে,
হাসির হাটে এসে
গেলাম আমি ফেঁসে।
হাসি-কান্না এখন
নিত্য দিনের সাথী
দেখি এখন আমাতে
কান্নার মাতামাতি।
মায়া জড়ানো স্নেহগুলো
বুকপকেটে রাখি,
ভালবাসার পৃথিবীটা
রঙ্গিন চোখে দেখি।
স্নেহেরা বাঁধনে বাঁধা
মায়ার রশি দিয়ে,
লুটেরা স্নেহগুলো
পালালো লুটে নিয়ে।
০৩/১২/২০২০
প্রভাতে।