এত কেন হাসছো,
কিছু হাসি রেখো
জীবনের ওপারে
ভাল যেন থেকো।
"
হাসির পরে কান্না
কাঁন্নার পরে দুঃখ
ধুকে ভোগে আসবে
হয়ত আবার সুখ।
"
সে সুখের জন্য
কিছু হাসি রেখো,
পাশে থেকে আমার
কান্না তুমি দেখো।
"
হাসি কাঁন্নার জগতে
যে হাসাতে পারে,
সে কাঁদাতেও পারে,
হাসাবে কাঁদাবে পরপারে।