হাটে গুজব মাঠে গুজব
গুজব গোটা দেশে,
ভালো মানুষের মরার খবর
আসছে ভেসে ভেসে।
হঠাৎ করে শোনা গেল
ফাজিল মিয়ার মুখে,
একটি শিশুর কাল্লা নাই
সবাই দাড়াও রুখে।
এই খবরটি ছড়ে গেল
যখন গোটা গাঁয়ে
পাঠশালাতে শিশু আসেনা
ছেলে ধরার ভয়ে,
অবুঝ শিশুরা না বুঝে
আসেনা বিদ্যালয়ে,
ফাজিল মিয়ারা এত ফাজিল
বেড়ায় কয়ে কয়ে।
অপরিচিত ব্যাগ ওয়ালা
এলে কোন ব্যাটা,
এরাই হল ছেলে ধরা
এই ব্যাটারে পেটা।
কেউ বলছে কল্লাকাটা
কেউ বলছে ভালো
গনপিটুনী খেয়ে কারোর
নিভলো জীবন আলো।
অমুকখানে তমুকখানে
কাল্লা কাটা রটে,
খোঁজ নিয়ে দেখা গেছে
কিছুই নাই ঘটে।
গোঁটা দেশে মিথ্যা গুজব
এমনি যারা ছড়ায়
আজ জনগন রাষ্টের কাছে
তাদের বিচার চায়।