কুঁড়ে ঘড় যেথা ছিল
সেথা কি আর আছে!
পাকা ঘড় সেথা আজ
ঝলমলে হাসে।
রাস্তাগুলো কাঁচা ছিল
আজ ঢাকা পিচে,
বাস ট্রাক অটোয়
মানুষ চলে মিলে মিশে।
শোয়াসের চালে কিষান
করত মাঠে কাজ,
এখন তারাও সচল
নিজ জমি করে চাষ।
গ্রাম আর শহুরে আজ
ভেদাভেদ নেই,
মানুষে মানুষে ভালবাসা
কোথায় গেলে পাই?