ঘরে থেকে থেকে
হাড় গেছে বেঁকে,
থাকবে কতকাল।

তাই গ্রাম গঞ্জ শহরে
রাস্তার মোড়ে মোড়ে
মানুষের ঢল।

চাকুরীজীবি নিম্নবিত্ত
পায় তারা সরকারী পথ্য,
মরছে মধ্যবিত্ত,

শ্রমজীবিরা পেটের জ্বালায়
বাইরে বেরোয়
মানছে না শর্ত।