ফিরে দিও না মোরে
আজহারুল ইসলাম আল আজাদ
নশ্বর ধরণীতে
আমি অষ্টপ্রহর কষ্টের নহরে ভেষে,
শেষ বেলা ওগো প্রিয়সী
তোমার কুলে ঠাঁই পাব এসে!
তুমি আমাকে আলিঙ্গনে,
বুকে বুক ভুলে দুখ জড়াবে হেসে।
ঘৃনাকে পশ্চাদে রেখে ;
মায়া মমতায় গভীর ভালবেসে।
সেটিও যদি মোর অপরাধে
না পার ওগো মোরে শোধরাতে;
পরীক্ষাগারে পরখ করতে পার
দিধাহীন চিত্তে, তোমার সান্নিধ্যে
থাকতে চাই ফিরে দিও না মোরে।
০৬/০৩/২০২১