ফিরে দেখা---বিশে বিষ
আজহারুল ইসলাম আল আজাদ।
বর্নিল সাজে এসেছিল দুই হাজার বিশ
বিশের বিষে যৌবনপোড়া ধরিত্রির ইতিহাস,
মৃত্যুর মিছিলে ভরা বিশ্বে ভংগুর অর্থনীতি
ডুকরে কাঁদে মানবতার ভেলায় মানুষের লাস।
রক্তিম ভানুকরে এসেছিল দুই হাজার বিশ
বিদ্যাপিঠে শুরু হয়েছিল বিদ্যার চাষ,
বইয়ের গন্ধে হৈ হুল্লোড় আর আনন্দে
যৌবনারম্ভে এল মহামারী করোনা ভাইরাস।
বিদ্যাপিঠ হলো বন্ধ শিক্ষাগুরু হলো বাউন্ডুলে
বইয়ের গায়ে দুর্গন্ধ শিক্ষার্থী হলো অন্ধ,
মরা মন নিয়ে কোন রকমে চলে বেঁচে বেঁচে
অটো পাশে নেই হাসি খুশি নেই কোন ছন্দ।
হাট-বাজার শহর-বন্দর মাঠ-ঘাট ফাঁকা
চেনা মানুষগুলো অচেনা নাক মুখ ঢাকা,
বিষের বোতল নিয়ে এসেছিল দুই হজার বিশ
বিষ ছড়িয়ে গেল বন্ধ হলো অর্থনীতির চাকা।
বিশ্ব তাকিয়ে কে দিবে করোনার ভ্যাকসিন?
কে বাঁচাতে পারে লক্ষকোটি মানব প্রান?
কোন সে চিকিৎসক এসো এসো হে মহীয়ান,
জীবন মরনের মালিক যে আল্লাহ মহান।