ফেঁসে গেছি!
আজহারুল ইসলাম আল আজাদ
০৩/০৪/২০২২
আমিতো আমার সংসারে ব্যস্ত
আবার আত্মীয়-স্বজনের সংসার
নিয়ে কথা - সুযোগ নেই! বলিনি!
ফেঁসে গেছি!
আমি আমার কবিতাগুলোকে সময় দিতে৷ পারিনি তাদের সংসার গুছায় দিতে পারিনি। তাদের ভালবাসার কাছে ফেঁসে গেছি!
আমার প্রিয় কবিতাটি সবচেয়ে কষ্টে আছে।
যে তাকে আবৃত্তি করছে চিবিয়ে চিবিয়ে
আবৃত্তি করছে। অনেক কষ্ট তার
কষ্টগুলো পাঠক বুঝছে না তাই হাসছে না ! তবে একদিন প্রকাশিত হবে,
কবিতা তুমিও তখন হাসবে।
আমি কথা বলিনি তা নয় বলেছি--
কারো মৃত্যু বাবার বা স্বামীর বা ভাইয়ের দেনার দায়ে জানাযা হচ্ছেনা দাফন হচ্ছেনা হয়ত সেখানে দায়িত্ব নিয়ে চেষ্টা করেছি!
ফেঁসে গেছি!
কেউ কোন মাকে অপমান করলে আমাার গায়ে লাগে ছুটে গিয়ে নিষেধ করি গালাগাল দিই! সে কারণেও
ফেঁসে গেছি!
অনেকে বউ ছেড়ে পরস্ত্রীর কাছে সময় দিয়েছে তাদের প্যাদানি দিয়েছি সে বেলাও
ফেঁসে গেছি!
ঐ সেদিন একদল ছোকড়া টর্চ জালিয়ে রাতে
তাস খেলছিল সাহস নিয়ে গিয়ে বাঁধা দিয়েছি
ফেঁসে গেছি!
বাল্য বিবাহ! একরত্তি মেয়ে! নিষেধ করেছি
অভিভাবককে বুঝিয়েছি বিবাহ হয়নি!
ফেঁসে গেছি!
ভাইয়ে ভাইয়ে বসতের সীমানা নিয়ে ঝগড়া
মিটিয়ে দিয়েছি আদালতে যেতে হয়নি!
ফেঁসে গেছি!
কোন নারী স্বামীর অবাধ্য হয়েছে পর পুরুষের সাথে ঢলাঢলি করছে ধরা খেয়েছে! "আইনি ব্যবস্থা নেয়া হয়েছে!"
ফেঁসে গেছি!
কখনও হয়েছি শীতের কাঁথা
কখনও রোদ-বৃষ্টির ছাতা
অনেকের কাছে মাথার ব্যথা
ফেঁসেও গেছি পাইনি সফলতা।
কর্ম আমার দেশ দশের লাগি!
সবার কাছে তাই দোয়া মাগি।