ফাগুনের, পাগলা হাওয়া
প্রেম বিলিয়ে চলে,
ফুলের বনে প্রজাপতিরা
আসে দলে দলে।
ভালবাসার লজ্জাবতীরা
গলায় গলা জুরে,
পার্কের ঐ আসন তলায়
থাকে চুপটি করে।
লজ্জাবতীর ওড়না জুরে
ভালবাসার ঢেউ,
একটুখানি পরশ যেন
গায়ে লাগাল কেউ।
মুূদে আখি পরশ পেয়ে
নুয়ে পড়ে ভুমে,
লজ্জাবতী লজ্জা ঢাকে,
একপলকের ঘুমে।