একুশ তুমি!
আজহারুল ইসলাম আল আজাদ

একুশ তুমি এসে,
বসন্তকে জাগিয়ে দাও,
বসন্ত সাজে ফুলে ফুলে,

শিমুলের ডালে ডালে,
শালিকের বিচরন,
তারা নাচে তালে তালে।

একুশ তুমি এলে,
মনে পড়ে আমার ভাইয়ের,
ঝাঁঝরা লাস,

যারা গেছে আজও
আসেনি তারা, স্বাক্ষী বর্ণমালা
স্বাক্ষী ইতিহাস।

একুশ তুমি এলে,
মায়ের চোখে ঝড়ে,
বিষাদ মাখা আনন্দাশ্রু,

খোকা যাক! যাক!
বুকের ব্যাথা বুকেই থাক
নিপাত গেছে শত্রু।

তাং২০/০২/২০২১।