দুধের মাছি
আজহারুল ইসলাম আল আজাদ।
যেই ছেলেটি দুধের মাছি
চোখ নিচে করে চলে,
সেই ছেলেটি সঙ্গদোষে
আজে বাজে বলে।
যেই ছেলেটি পরার ধনে
করেনি কখনও লোভ,
সেই ছেলেটির হঠাত আজি
প্রতিবেশীর উপর ক্ষোভ।
যেই ছেলেটি মেয়ে মানুষকে
ভাবত মা ভগ্নি বোন,
সেই ছেলেটি রাস্তার মোরে
মেয়েদের করে টোন।
যেই0 ছেলেটি বইয়ের পোকা
হঠাত পড়া দিল ছেড়ে,
সেই ছেলেটি পাড়ার মাস্তান
দিন দুপুরে বেড়ায় নেশা করে।
যেই ছেলেটি বাবা মাকে
আল্লাহর পরে দিত স্থান,
সেই ছেলেটি বিয়ের পরে
বাবা মাকে করে অপমান।
যেই ছেলেটি এম এ পড়ে
চেয়েছিল একটি চাকুরী
সেই ছেলেটি বেকার আজি
বেড়ায় ঘুরি ঘুরি।
যেই ছেলেটি পরিবেশ পেয়ে
নিজে নষ্ট হয়ে যায়,
সেই ছেলেটি বুড়ো বয়সে
শুধু ভোগে অনুশোচনায়।