এই ভোলা তুইতো আস্ত জোলা
নিয়েছিস কি দেশের খবর?
তুই কি এখন ঘুমে বিভোর?
ওরা মানুষ মারে,
ওরা অবরোধ করে রাস্তা কেটে
ওরা সৃষ্টি করে মদের আসর।
ওরা গাছ কাটে
ওরা বন বনানী উজার করে,
কুঠিলতা বাসা বাধে মনের ভেতর।
ওরা লুট করে দেশের সম্পদ,
ওরা বড়ই লম্পট,
ভিনদেশীদের অনুচর আর স্বার্থপর।
এই ভোলা তুই তো আস্ত জোলা,
হাত মিলালে ওদের সাথে,
ওরা একাত্তুরের দোসর,
ভিনদেশীদের অনুচর তারা স্বার্থপর।
ভোলা বলে, "ওরা মাতায় কথার ছলে,
আমি বুঝতে পারিনি,ওদের রাজনীতি।"
ওরা ভুয়া ভাওতাবাজ,
ওদের নেই কোন সমাজ।