দূর্ঘটনা
ভ্যানে চরে যাচ্ছে দূরে
হাসি খুশি মনে,
মাইক্রো এসে থাক্কা দিলে
পরে গেল জনে জনে।
ডাইভার পরল রাস্তা পাশে
যাত্রী পরল পাকায়
কোমর ভেংগে গেল যাত্রীর
জুল জুল করে তাকায়।
শোর পরল লোক জুটল
নানান কথার ভীরে,
রুগি কাতরায় যন্ত্রনায়
ডাক্তার ডাকবে কেরে?
কেউবা তাদের পকেট খোঁজে
খোঁজে মানি ব্যাগ
কেউ আবার চাঁদার নিতে
জানতে চাচ্ছে ফাঁক।
সংক্ষেপ।